প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ
রাজশাহীতে সরাসরি মঞ্চে দেখানো হলো সিসিমপুর
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী শিশু একাডেমিতে সরাসরি মঞ্চে অভিনিত হালুম, টুকটুকি, শিকু-ইকরিদের 'সিসিমপুর' দেখানো হলো।
সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি ও সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এর আয়োজনে শিশু একাডেমি রাজশাহীর উন্মুক্ত মঞ্চে শিশুদের অভিনয়ে অভিভাবক-সহ রাজশাহীর প্রায় ১ হাজার শিশুদের সামনে আনন্দঘন পরিবেশে এটি মঞ্চায়িত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ, সিসিমপুর,নিরাপদ ইন্টারনেট ও প্রাকশৈশব বিকাশ বিষয়ে আলোচনা করেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ সিসিমপুর ঢাকার সিনিয়র ম্যানেজার (আউটরিচ) মো: খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চাচালনা করেন শিশু একাডেমি রাজশাহীর শিক্ষক মরিয়ম মঞ্জুরী নিশি।
শেষে আনন্দ ঘন পরিবেশে অভিভাবকদের মাঝে উপকরণ বিতরণ ও মাপেটদের সাথে ফটো সেশন করা হয়।
© 2024 Probashtime