নিজস্ব প্রতিবেদকঃ ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, দীর্ঘ ১৩টি বছর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বলে বাংলাদেশের প্রতিটি সেক্টরেই উন্নতির ছোঁয়া লেগেছে। আমাদের মৌলিক যে ৫টি চাহিদা রয়েছে সে সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেছেন এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। উন্নয়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ অতিক্রম করে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে নিয়েছিলেন যা এখন বাস্তবায়ন হয়ে গিয়েছে। এই প্রকল্পের কাজ শুরু করতে শেখ হাসিনাকে জাতীয় ও আন্তর্জাতিক এবং রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র আর বানোয়াট মনগড়া অভিযোগের পাহাড়কে মিথ্যে প্রমাণিত করে প্রমত্তা পদ্মার বুকে আজ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাংলাদেশের স্বপ্ন পদ্মা সেতু এখন দৃশ্যমান। বিশ্বের বেশিরভাগ দেশই যখন করোনা মহামারিতে ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে লড়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বগুণে বাংলাদেশের মানুষের জন্য দ্রুততম সময়ে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। এখন পুরোদমে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার দূরদর্শী নেতৃত্বে ভিশন-২০২৩ এর লক্ষ্যমাত্রা অনেকাংশেই অর্জিত হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধি, বিদ্যুৎ সুবিধা প্রাপ্তি ইত্যাদি লক্ষ্যমাত্রা সাম্যের অনেক আগেই আমরা অর্জন করেছি।
You cannot copy content of this page