প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে -অরুণাংশু দত্ত টিটো
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো বলেছেন, নিজেদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না। সকল বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অরুণাংশু দত্ত টিটো বলেন, বিএনপি-জামায়াত মিলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীক যেই পেয়ে থাকুক না কেন; আমাদের মূল লক্ষ্য নির্বাচনে নৌকার প্রতীকে জেতাতেই হবে। নিজেদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না। সকলক ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাম বাবু বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তি সহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
© 2024 Probashtime