প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জুন ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আব্দুর রশিদ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরের রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের দলকে ৫-৪ গোলে পরাজিত করে জয়ী হয় রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের দল।
© 2024 Probashtime