ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, শেখ হাসিনার ম্যাজিকে বদলে যাওয়া বাংলাদেশ-এই কথাটি আজ আমার আপনার থেকে সবথেকে বেশি বুঝে যারা তৃণমূল শ্রেণির মানুষজন রয়েছে তারাই। আমার পূর্ববর্তী বক্তা যে সকল তথ্য উপাত্থ দিয়েছেন সেগুলোর পর আসলে আর কোন তথ্য দেওয়ার আছে বলে আমি মনে করিনা। আসলে উন্নয়নটা গ্রাফিকালি হয় কিন্তু মাত্র এই কয়েক বছরে উন্নয়নের গ্রাফের উপর যে তাণ্ডব চলে গেল তা আসলেই বিশ্লেষণ করা খুবই কঠিন। এই তের বছরে মাথা পিছু গড় আয় ১৩০০ ডলার থেকে সাড়ে ছয় হাজার ডলারে পরিণত হয়েছে। কোথায় আমাদের এই গ্রাফিক্সটা নিম্নমুখী হয়নি। এখন রিকশা ওয়ালা ভাইদের আয়ও দিন প্রতি এক হাজার ছাড়িয়ে দুই হাজারে চলে যায়। এখন যারা নব্য সুশীলরা রয়েছেন তারা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টাকেই সামনে আনতে চায়। এখন আমাকে অবশ্যই একটার সাথে আরেকটা তুলনা করতে হবে। আমার কত টাকা আয় বাড়ল, কত টাকা ব্যয় বাড়ল সেটার সাথে জাস্তিফাই করতে হবে আমাকে, আন্তর্জাতিক মার্কেট থেকে আমাদের মার্কেটের মূল্য বৃদ্ধি কি না সেটাও আমাদের ভাবতে হবে। আর যেখানে আমরা উৎপাদন করি সেখানে কৃষক তার যথাযথ মূল্য পেলো কি না। আমাদেরকে সকল বৃদ্ধি ও সকল কমে যাওয়ার কারণের পেছনের দিকটা বের করতে হবে। এখন কিছু নব্য বোদ্ধারা আছেন তারা এই দ্রব্যমূল্য বৃদ্ধিকে দেখিয়ে শেখ হাসিনার উন্নয়ন ম্যাজিককে দমাতে চাচ্ছে। মোদ্দা কথা শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিককে কোনভাবেই দমিয়ে রাখা যাবেনা।
Leave a Reply