প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নে ভিজিএফের চাল পেলো ২ হাজার ২৫০ জন
ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
ভিজিএফের এ চাল বিতরণ অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে আকচা ইউনিয়নের হতদরিদ্র ২ হাজার ২৫০ জনের মাঝে ১০ কেজি করে ২২ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়েছিল। এরপর ওই তালিকা অনুযায়ী হতদরিদ্র মানুষদের মধ্যে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হরি প্রশাদ বর্মন, আকচা ইউনিয়ন পরিষদের সদস্য কুলুরাম রায়, বাবলু রহমান, শামীম হোসেন, নয়ন চন্দ্র বর্মন, নারী সংরক্ষিত আসনের সদস্য সিমলা রায়, সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, দবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime