মেহেদী হাসান, ঈশ্বরদী: ঈশ্বরদীর সর্বস্তরের জনসাধারণকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঈশ্বরদীর নগর পিতা মোঃ ইছাহক আলী মালিথা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতির জনক ও বাঙ্গালী জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর আদর্শ ধারণ করে আমার রাজনীতি শুরু । জাতির পিতার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পিতার যোগ্য কন্যা মাদার অব দ্যা হিওম্যানিটি মাননীয় প্রধানমত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাঁর হাতকে আরো শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্ববান জানাই।
একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যম কুরবানীর ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব ,ঈদ মানে সাম্য,ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে, তিনি আরও বলেন ঈদ-উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়,আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়,অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। নগর পিতা আরও বলেন, ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে।
সকলকে ঈদের শুভেচ্ছা,
জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবি হোক !
Leave a Reply