সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ভূল্লী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন দুলাল উদ্দীন। ৩ জুলাই তিনি নতুন এ কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি পঞ্চগড় সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
রাজশাহীর বাঘমারীতে জন্ম ও বেড়ে ওঠা দুলাল উদ্দীন ২০১১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার চাকরি জীবন শুরু কুড়িগ্রামে থানায়। এরপর তিনি দিনাজপুর থানায় কর্মরত ছিলেন, তারপর তিনি পঞ্চগড় ডিবি পুলিশে ৮ মাস দায়িত্ব পালন করেন। এরপর প্রমোশন পেয়ে আটোয়ারী থানায় ২ বছর ১মাস পুলিশ পরিদর্শক (তদন্ত) দায়িত্ব পালন করেন, পঞ্চগড় সদর থানায় প্রায় ৮ মাস দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি ভূল্লী থানার ওসি হিসেবে যোগদান করেন।
নবাগত যোগদানকৃত ওসি দুলাল উদ্দীনকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নবাগত যোগদানকৃত ভূল্লী থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ভূল্লী থানা এলাকাকে মাদকমুক্ত করা হবে। পাশপাশি বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত, সুশৃঙ্খল সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। আমি আমার সর্বোচ্চ দিয়ে জনগণের কল্যাণে কাজ করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে সদ্য বিদায়ী ভূল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমানকে ঠাকুরগাঁও এসপি অফিসে বদলি করা হয়েছে। তিনি ২০২২ সালের ০৮ ডিসেম্বর ভূল্লী থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেছিলেন।
You cannot copy content of this page