নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করলো ব্রংকসবাসী। ইউনাইডে ব্রংকস বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ব্যানারে ৪ জুলাই মঙ্গলবার পার্কচেষ্টারে জাকজমকপূর্ন পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বক্তারা বলেন, আমরা যেমন বাংলাদেশি। তেমনি গর্বিত আমেরিকান। বিশ্বের যে প্রান্তে আমরা যাই সেখানে আমেরিকান পাসপোর্টকে সবাই সর্বোচ্চ সন্মান দেখায়। আমেরিকান হিসেবে আমরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করি তা বিশ্বের কোথাও নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরন করি। একইভাবে আমেরিকার স্বাধীনতায় যারা আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমরা স্যালুট জানাই। কমিউনিটি একটিভিস্ট এম এন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজা আব্দুল্লাহ স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাকির চৌধুরী সিপিএ, ইমরান রন শাহ, খলিলুর রহমান,হাসান আলী,কাজি রবিউজ্জামান,নুরে আলম জিকু,জগলুল চৌধুরী, শেখ জামাল হোসেন,সারোয়ার চৌধুরী, এম ইসলাম মামুন,আকতারুজ্জামান হ্যাপি,নুরুল ইসলাম, মুকিত চৌধুরী,নুরুল ইসলাম, আবু তাহের,জালাল চৌধুরী ও মিয়া মোহাম্মদ দাউদ।
You cannot copy content of this page