প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ
সোনালী ব্যাংক ও ভূল্লী ডিগ্রি কলেজের মধ্যে চুক্তি সই
সুজন ঠাকুরগাঁওঃ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং ভূল্লী ডিগ্রি কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ (১০ জুলাই) সোনালী ব্যাংকের ভূল্লী বাজার শাখা কার্যালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস, ঠাকুরগাঁও ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান এবং ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল উদ্দীন, এ জি এম সোনালী ব্যাংক পি এল সি প্রিন্সিপাল অফিস, ঠাকুরগাওঁ সাইয়েদ শাহজামাল, এ জি এম সোনালী ব্যাংক পি এল সি ঠাকুরগাওঁ শাখা, ঠাকুরগাঁও এ,কে,এম সুলতান মাহমুদ, সোনালী ব্যাংক ভূল্লী শাখার ব্যাবস্থাপক হরিশ চন্দ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও ভবন মালিক ইদ্রিস আলী, ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক সুজন আলী, ব্যাবস্থাপক দিদারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ব্যাবসায়ী ও গ্রাহক সহ সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ভূল্লী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি, বেতন ও চার্জ পরিশোধ করতে পারবেন।
এছাড়া Sonali e-Sheba মোবাইল App এর মাধ্যমে ঘরে বসে ২ মিনিটে ব্যাংক হিসাব খোলা ও Sonali e-Wallet এর মাধ্যমে দিন রাত যেকোনো সময় ব্যাংকিং লেনদেন করতে পারবেন।
উল্লেখ্য, Sonali e-Wallet এর মাধ্যমে চেক ছাড়াই কিউআর কোড স্ক্যান করে অর্থ উত্তোলন করা যায়। ফলে অনলাইনের মাধমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের দোরগোড়ায় পৌছাঁনো সম্ভব হচ্ছে।
© 2024 Probashtime