প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ৩:৫৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে একজন কৃষক আহত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একজন কৃষক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে আকচা ইউনিয়নের নিমবাড়ি এলাকার আকচা বকশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত প্রসন্ন বর্মন (৪৫) আকচা বকশপাড়া গ্রামের প্রয়াত কুলেশ্বর বর্মনের ছেলে।
তাকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীব অবস্থায় কৃষক প্রসন্ন বর্মন বলেন, সকাল ৯টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে; এতে সে আহত হয়ে ক্ষেতে পরে থাকেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, বজ্রপাতে আহত কৃষক প্রসন্ন বর্মনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর সুস্থ হতে বেশকিছুদিন সময় লাগবে।।
© 2024 Probashtime