ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভিরের সুযোগ নিয়ে সাংবাদিকের মোবাইল ছিনতাই করে পালিয়েছে এক ছিনতাই কারি। ঘটনার শিকার সাংবাদিক রাইজিংবিডির ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত আছে।
বুধবার(১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর এলাকায় ঘটনাটি ঘটে। ছিনতাইকারী যুবক পার্শ্ববর্তী এলাকা সাহপারার বাসিন্দা মোঃ খালেকের ছেলে রোকন(২৮) বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাগেছ, একটি মারামারির ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহের কাজে নিশ্চিন্তপুর এলাকায় যায় এই সংবাদকর্মী। ঘটনাস্থলে যাওয়ার আগেই কিছু যুবক রাস্তা আটকে ধরে বাধা প্রদানের চেষ্টা করে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলে। ঘটনার বিষয়টি মোবাইল কেমেরায় ধারণ করার সময় পাশ থেকে মোবাইলটি কেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সেই ছিনতাইকারী।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply