প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন হওয়ায় আনন্দ শোভাযাত্রা
ঠাকুরগাঁও প্রতিনিধি : মন্ত্রী সভায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর চূড়ান্ত অনুমোদন হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরের বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।
জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাশিপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
এরআগে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।
এসময় বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী সরকার মানেই উন্নয়ন। আজ তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন। এটি ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ; প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা ঠাকুরগাঁওয়ে এসে কথা দিয়েছিলেন ; তিনি তার কথাও রেখেছেন। এই সরকারের উন্নয়ন শুধু ঠাকুরগাঁওয়ে নয়; পুরো বাংলাদেশ উন্নয়নের জোয়ার বইছে এবং এর সুফল জনগণ পাচ্ছে।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম। স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
এসময় বক্তব্যরা বলেন, ঠাকুরগাঁওবাসীর দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাচ্ছি।
© 2024 Probashtime