প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ৭:৩৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে (১৭ জুলাই) গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও যোনাল অফিসের অধিনে সদর এরিয়ার হাজীপাড়া শাখায় এসব গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও গ্রামীণ ব্যাংক যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক।
১০০ জনকে দুটি করে বিভিন্ন ফলজ ও বনজ জাতের গাছের চারা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও যোনাল অফিসের হিসাব কর্মকতা মুহাম্মদ মমিনুল হক, এরিয়া ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. বজলার রহমান প্রমুখ।
ঠাকুরগাঁও গ্রামীণ ব্যাংক যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক বলেন, সপ্তাহব্যাপী আমাদের গাছের চারা বিতরণ কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে জেলার প্রত্যেকটি শাখায় বিভিন্ন ফলজ ও বনজ জাতের এক লক্ষ ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।
© 2024 Probashtime