ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( ডুয়েট) নির্বিচারে গাছ কেটে ক্যাম্পাসের সৌন্দর্য এবং পরিবেশকে হুমকির মূখে ঠেলে দেওয়ার সাথে জড়িত লোকদের জিগাসাবাদ সহ বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জুলাই)সকাল সাড়ে ১০ টায় ডুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই ব্যাপারে সাধারন শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়ায় তারা বলেন-'বেশ কিছু দিন ধরে ক্যাম্পাসে প্রশাসনের হস্তক্ষেপে কিছু অসাধু লোকজন ক্যাম্পাসের গাছ কেটে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি পরিবেশকে হুমকির মূখে ঠেলে দিচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের কোন ভ্রুক্ষেপ না থাকার কারনে তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে তাদের দাবি গুলো পেশ করেছে।তারা আরো জানায় গত পাঁচ জুলাই ক্যাম্পাসে "কাজী নজরুল ইসলাম হল" সংলগ্ন একটি বৃক্ষ সবার অগোচরে কেটে ফেলা হয়।এর কিছু দিন আগে ঐ গাছ কাটতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাতে বাঁধা দেয়।সেজন্য ক্যাম্পাস ইদের ছুটি থাকাকালীন তারা সবার অগোচরে ওই বৃক্ষ টি কেটে ফেলে যার জন্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জন্মে এবং তারা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং জবাব চায়।পাশাপাশি যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনার দাবী জানায়'।
এই বিষয়ে ছাত্রকল্যান সংস্থার সহযোগী পরিচালক মাহবুবুর রহমানের কাছে জানতে চাওয়ায় তিনি বলেন 'আমরা এই বিষয়ে মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো'।এছাড়াও তিনি এর সুষ্ঠু তদন্ত করার আশ্বাস প্রদান করেন।
You cannot copy content of this page