প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের শোভাযাত্রা
ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশে আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি, সাবেক সহ-সম্পাদক রাসেল ইসলাম রাসেদ সহ ছাত্র লীগের জেলা, পৌর ও সদর উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি বলেন, আগামী ২ আগস্ট রংপুরে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকে আমরা শোভাযাত্রা সহ লিফলেট বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহাসমাবেশের সফলতা কামনা করছি।
© 2024 Probashtime