৩১ জুলাই সোমবার ঠাকুরগাও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জনসমাবেশে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সুলতানুল ফেরদৌস নর্ম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান, ঠাকুরগাঁও জেলা মৎসীজীবী দলের সভাপতি শাহরিয়ার কবির রতন প্রমুখ।
এ ছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply