গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামে বাড়ির গেইট ও ঘরের দরজার তালা ভেঙে স্বর্ণ-অলংকার, এলইডি টিভি, কম্বল ও ফ্রিজ থেকে গোস্ত চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগি সামসুন্নাহার (৫২) বাদী হয়ে কাপাসিয়া থানায় গত মঙ্গলবার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামসুন্নাহার চাকুরির সুবাধে নরসিংদী থানেক। তার এক ছেলে থাকেন গাজীপুরে। নিজের গ্রামের বাড়ি ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে। মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন। বাড়ি দেখা-শোনা করেন সামসুন্নাহারের মা রুবিয়া খাতুন। গত ৮ আগস্ট তিনি নরসিংদী থেকে বাড়িতে এসে দেখেন তার বাড়ির কেচি গেইট ভাঙা ও ঘরের দরজার তালা ভাঙা। এর আগে তার মা রুবিয়া খাতুন ৫ আগস্ট বড়ির সব কিছু ঠিক আছে বলে তাকে নিশ্চিত করেন। ৫ আগস্ট থেকে ৮ আগস্টের ভিতরে বৃষ্টির সুযোগ নিয়ে এ চুরির ঘটনা ঘটছে বলে তিনি ধরণা করছেন। মূল গেট না ভেঙে বাউন্ডারির ওয়াল ডিঙিয়ে কেচি গেট ভেঙে, দরজার তালা ভেঙে পরিকল্পিত ভাবে এ কাজ করেছেন বলে তিনি জানান। এ চুরির ঘটনায় চোর আলমারির ড্রয়ারের তালা ভেঙে দুইটি স্বর্ণের চেইন, দুটি আংটি, একটি এলইডি টিভি, দুটি কম্বল, প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রসহ ফ্রিজের গোস্ত নিয়ে যায়।
সামসুন্নাহার ও তার ছেলে উজ্বল হাসান বলেন, অমরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সুপরিকল্পিত ভাবে একটি চক্র চুরির করেছে। বাড়ির সামনেই সড়ক। তাই চোর মূল গেইট না ভেঙে ভাউন্ডারি ওয়াল ডিঙ্গিয়ে চোর সকল জিনিসপত্র নিয়ে গেছেন। এমনকি আমার মূল সনদপত্রও নিয়ে গেছে। আমরা কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করি স্থানীয় পুলিশ ও প্রশাসন চোর ধরতে সক্ষম হবে।
You cannot copy content of this page