সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ভূল্লী থানা পুলিশ এক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়ারীকে আটক করেছে।
জানাগেছে, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক নির্দেশনায়, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন এর তত্ত্বাবধানে ভূল্লী থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রি কালিন অভিযান পরিচালনা কালে এসআই মোঃ হারুন এর নেতৃত্বে ১০ আগষ্ট রাত ১১ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন ৪নং বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামের একটি ঘর থেকে কতিপয় জুয়ারু টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলা অবস্থান জুয়ার বোর্ড হইতে জুয়া খেলার সরঞ্জাম, বিভিন্ন নোটের নগদ ২,১১০/-(দুই হাজার একশত দশ) টাকা, জুয়া খেলায় তাস উদ্ধারসহ আসামী- মোজাহারুল ইসলাম টুটুল (৪৬), আব্দুর রহমান (৫০), মোঃ লিটন (৩৮), মোঃ নুরুল হক (৪৩) দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভূল্লী থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৮/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১ রুজু করা হয়েছে।
Leave a Reply