ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জনসমর্থনও বাড়াতে হবে। কোনো রকম দলীয় কোন্দল যেন না থাকে সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকে কাজ করতে হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো।
রোববার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের এমনি নিদের্শ দেন তিনি।
তিনি বলেন,সামনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গ্রামে-গঞ্জে,ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। উন্নয়নের কথা জনগনের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আওয়ামী লীগ যেসব কর্মসূচি নিয়েছে সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page