সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেছেন,বিএনপি সরকারের আমলে কোন সাধারণ মানুষ মামলার স্বীকার হয়েছে এমন কেউ বলতে পাড়বেনা,কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তন হল রুমে জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচন নিয়ে সরকার নতুন ছক তৈরী করছে এমনি দাবি করে বিএনপির এই নেতা বলেন,আমাদের কাছে খবর আছে নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক,পুলিশ সুপার,ইউএনও দের রতবদল করছে নতুন ছক তৈরী করেছে।
সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে তিনি বলেন,সরকার তো শুধু বলে উন্নয়ন আর উন্নয়ন,তবে এই উন্নয়নের একটাই লক্ষ সেটা হচ্ছে উন্নয়নের টাকা মেরে দিয়ে নিজেদের উন্নয়ন করা।
আগামী নির্বাচন নিয়ে ফখরুল বলেন,আগামী নির্বাচন নিয়ে সরকার আবারো বিএনপির নেতাদের হয়রানি শুরু করেছে। তারা বিএনপির শক্ত ক্যান্ডিডেট যারা আছে তাদের নামে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখতে চায়।
তিনি আরো বলেন,আজকের এই আন্দোলন আমাদের জীবনমান উন্নয়নের আন্দোলন,আমাদের অস্থিত্বের আন্দোলন,আমাদের আন্দোলন সাধারণ মানুষের জন্য।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
Leave a Reply