সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শাহিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করেছেন ভূল্লী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার হাড়ীপুকুর বাজার থেকে গ্রেফতার করা হয় ওই মাদক ব্যবসায়ীকে।
জানা গেছে, শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের মৃত সিরাজ উদ্দীন ছেলে শাহিন ১১ পিস ইয়াবা সহ হাড়ীপুকুর বাজারে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানার এএসআই (নি:) বিলাশ চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে শাহিন বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন ভূল্লী থানা পুলিশ।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, শাহিন নামের এক ব্যক্তির কাছে মোট ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভূল্লী থানার মামলা নং-১২, তারিখ-১৭/০৮/২০২৩ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮এর ৩৬(১) সারণির ২৯ (ক) রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply