ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভাধীন পরিষদপাড়া এলাকায় ইস্টফান তিরকী (৪৬) নামে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এক যুবক দূবৃর্ত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত ইস্টফান তিরকী ঠাকুরগাঁও পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের পরিষদ পাড়ার দানিয়েল তিরকির ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি শুক্রবার (১৮ আগষ্ট) রাত ১০.৩০ মিনিটে রবি ড্রাইভারের বাসার সামনে নিহত ইস্টফান তিরকিকে গুরুত্ব জখম অবস্থায় অন্ধকারে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্বার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিরকিকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম জানান, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ বলেন, জমিজমার বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রাথমিক ধারনা করা হচ্ছে। হত্যার রহস্য রেব করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় সন্দেহ জনক ৩ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply