আজ ২১ শে আগস্ট এবং গত কাল ২০ শে আগস্ট অনুষ্ঠিত হওয়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট) এর ২০২২-২৩ সেশনের আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রামের ভর্তি পরিক্ষায় সাধারন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করেন ডুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থী যেকোন প্রয়োজনে এই সংগঠনের নেতাকর্মীদের বেশ তৎপর থাকতে দেখা গেছে।
এই বিষয়ে ডুয়েট শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মাহামুদ হাসান (মান্না) বলেন- বাংলাদেশ ছাত্রলীগের জন্মলগ্ন থেকে একটি ছাত্র বান্ধব ঐতিহ্যবাহী সংগঠন তারই ধারাবাহিকতায় ডুয়েট শাখা ছাত্রলীগ সব সময় সাধারন শিক্ষার্থীদের পক্ষে কাজ করে আসছে।আজকে ডুয়েট ভর্তি পরিক্ষা উপলক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য হালকা নাস্তা পানি সহ সকল ধরনের সুযোগ সুবিদা প্রদান করে করতেছি,এবং কোন শিক্ষার্থী যদি কোন ঝামেলায় পড়ে আমরা সাথে সাথে তাদের সাহায্য এগিয়ে যাচ্ছি।
এই সম্পর্কে ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিঠুন বলেন- ডুয়েট ক্যাম্পাস হলো একটি ছাত্রবান্ধব ক্যাম্পাস।এখানে সবসময় সুষ্ঠু রাজনীতির অনুশীলন হওয়ার কারনেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সব সময় সুন্দর ও পরিচ্ছন্ন থাকে।ডুয়েট শাখা ছাত্রলীগ সব সময় সাধারন শিক্ষার্থীদের যুক্তিক দাবি গুলোর পক্ষে অবস্থান করেন এবং তাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
You cannot copy content of this page