ঠাকুরগাঁও প্রতিনিধি: তৃণমূলকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো বলেছেন, আমরা বিশ্বাস করি আপনারা মানুষের কাছে গেলে সরকারের উন্নয়ন তুলে ধরলে অবশ্যই মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দেবে। নৌকায় ভোট দেবে।
বুধবার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ নির্দেশ দেন।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়ে তিনি আরো বলেন,নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, ডিজিটাল বাংলাদেশ পেয়েছে, নিরাপত্তা পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। এই সরকাকে যদি ভোট না দিতো তাহলে দেশের এতো উন্নয়ন হতোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই এতো উন্নয়ন। এটা জনগনকে বুঝাতে হবে। তাই তৃণমূলে যারা আছেন তারা সকলে একত্রিত হয়ে মানুষকে বলতে হবে সরকারের উন্নয়ন বিষয়ে। বলে তাদের সমর্থন আদায় করতে হবে। এটাই হবে সব থেকে বড় কাজ।
এর আগে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোাশারুল ইসলাম সরকার, রায়পুর ইউনিয়নের চেয়ােম্যান নুরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply