সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবার ভূল্লী ডিগ্রী কলেজ মাঠে বালিয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ রিংকু চৌধুরী, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নূর এ আলম সিদ্দিকী মুক্তি এছাড়াও আওয়ামীগের অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত সম্মেলনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, ২০২৩ সালের নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের দেশনেত্রী শেখ হাসিনার হাতকে প্রসারিত করার জন্য কাজ করে যেতে হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবশীষ দত্ত সমীর জানান, উন্নয়নের জন্য নৌকা প্রতীকের বিকল্প কিছু নেই। দেশের সকল অপশক্তিকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগ জেলা-উপজেলা পর্যায়ের আ’লীগ ও ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে ৫ নং বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হক নুরে আলম ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়কে জয়ী ঘোষণা করা হয়।
Leave a Reply