পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি,স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র আন্দোলনের অসম সাহসী সাবেক ছাত্রনেতা সাইফুল করিম কাজলের জানাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ির পাশে শিরোইল দোশর মন্ডল মোড় জামে মসজিদে পরম শ্রদ্ধা ও ভালবাসায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং টিকাপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানাজা ও দাফন কার্যে সাইফুল করিম কাজলের পরিবারের সদস্যদের সাথে অংশগ্রহণ করেন,জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডঃ মজিবুল হক বকু,রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক,জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,ওয়ার্কার্স পার্টি মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম,জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,শাহরিয়ার রহমান সন্দেশ,গোলাম হায়দার, সরাফত উল্লাহ,ফয়েজুল্লাহ চৌধুরী,ফিরোজ খান,মাসুম আহমেদ,সেলিমুজ্জামান সেলিম,আসরাফুল ওমর দুলাল, কাবির খান,বাহাউদ্দিন বাহার,আশরাফুল আলম সিদ্দিক, গোলাম মোস্তফা পিকুল,গাজী আলমগীর কবীর,সাইদুর রহমান আইয়ুব,শেখ হায়দার রিন্টু,মাহমুদ হোসেন রাসেল, মানিক সরকার,আবদুল্লাহ আল মামুন রওনক,সৈয়দ জোহেব রনি,পাভেল ইসলাম মিমুল,ফয়সাল রানা,সামসুল ইসলাম, মোবারক হোসেন খোকন, সোহাগ রহমান বাপ্পি, জুয়েল খান,ছাত্রনেতা সিহাবুদ্দিন সোহাগ,সোহেল রানাসহ সকল দলের অগণিত নেতা-কর্মি-সমর্থক-ভক্ত বৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনতা।
Leave a Reply