ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে সড়ক সংস্কার করছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও। যার নাম দেয়া হয়েছে একতাবন্ধন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। এ বিষয়ে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও।
"যদি থাকে ইচ্ছা-দূর হতে পারে অনেক সমস্যা” এমনি চিন্তা চেতনা নিয়ে চলতি বছরের মার্চ মাসে শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা গঠন করে একতাবন্ধন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।
দীর্ঘদিন ধরে স্কুলের সামনের রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় দুর্ভোগে ছিলেন তারা। কোন উপায় না পেয়ে অবশেষে নিজের স্কুলের টিফিনের টাকা জমিয়ে সংস্কার কাজ শুরু করেন শিক্ষার্থীরা। স্কুলের সামনে থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তার কাজ করছেন তারা।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও। সেইসাথে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে সংগঠনটির সভাপতি স্কুলের শিক্ষক আব্দুস সালাম বলছেন, মানুষের উপকারে এগিয়ে আসার জন্য গঠিত হয়েছে সংগঠনটি। সকলে একত্রিত হলে করা যায় সব কাজ।
You cannot copy content of this page