ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে। যার কারনে দেশে আজ সর্বক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিশাল এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,নারী উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে অন্যকোনো সরকার এত কাজ করেনি। নারীর উন্নয়নের জন্য বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোনো কাজ করেনি। উনারা শুধু নিজের উন্নয়নের জন্য করেছে।
সুজন আরো বলেন, আজকে আপনারা এখানে এসেছে আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে। দেশে কি পরিমাণ উন্নয়ন আমাদের সরকার করেছে তা সকলে দেখেছেন। এই ধারা অব্যাহত রাখতে হলে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দরকার। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
” শেখ হাসিনার দশ উদ্যোগ- নারী ক্ষমতায়নের নতুন যুগ ” এই শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত নারী জাগরণ মঞ্চের আয়োজনে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ করা হয়। সভায় উপজেলার প্রায় ৬ হাজার নারী উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক অ্যাড.আবু হাসনাত বাবু,জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিমা আক্তার সুমনা প্রমূখ।
Leave a Reply