ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ (২৩ তম ক্লাস)।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রধান তিন দলের তিন তরুণ নেতা যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন। এই তিনজন তরুন নেতা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়ং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৩তম ব্যাচের রাজনৈতিক ফেলো।
সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজনৈতিক নেতারা যদি মতাদর্শের পার্থক্যকে রাজনৈতিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে জনগণের কল্যাণে একত্রিত হয়ে কাজ করে তাহলে অনেক নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলার প্রচার সম্পাদক কোরবান আলী,জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, জেলার জাতীয় ছাত্রসমাজ সদস্য সচিব আলমগীর হক,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ তিন দলের নেতাকর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page