রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার বাগমারা উপজেলায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন বাগমারা, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে নর্থ বেংগল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, তাহেরপুর, বাগমারা, রাজশাহী প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত সরিষার তেল (ব্রান্ড- তাজ) পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় এবং কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০.০০ (পচিশ হাজার মাত্র) টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে আল-মোমিন এন্টারপ্রাইজ, তাহেরপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষার তেল পণ্যের বকেয়া বিল পরিশোধের এবং বুলবুল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, মচমইল বাজার, বাগমারা প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রহণের শর্ত প্রদান করেন বিজ্ঞ আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এফ.এম আবু সুফিয়ান, উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা, রাজশাহীর নেতৃত্বে উল্লিখিত অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এরুপ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply