রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক রাজশাহী অফিসে পিওন পদে চাকুরী দেয়ার নামে এই প্রতারণা করেন তিনি।
সালাউদ্দিনের বাবার নাম সুলতান আহম্মেদ। তিনি বর্তমানে রাজশাহী নগরীর তালাইমারী এলাকার বাসিন্দা। জন্মস্থান পাবনায় হলেও তালাইমারীতে গড়েছেন আলিশান বাড়ি।
আদালতে অভিযোগ সূত্রে জানা যায়, গোদাগাড়ী এলাকার ভুক্তভোগী আব্দুর করিম তৎকালীন বিএনপির আমলে গোদাগাড়ী থানার নৌকার মাঝি হিসেবে পরিচিত ছিলেন। একই থানায় পুলিশের এসআই পদে চাকুরী করতেন সালাউদ্দিন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে করিমের ভাতিজা আসফে রায়হানকে ডিসি অফিসে চাকরী পাইয়ে দেওয়ার কথা বলেন তিনি।বিনিময়ে চান ১০ লক্ষ টাকা। করিম তাতে রাজি হয়ে টাকাও দেন ১০ লাখ। ইসলামি ব্যাংক গোদাগাড়ী শাখা থেকে সালাউদ্দিনের নিজ এ্যাকাউন্ট রাজশাহী শাখায় ছয় লক্ষ পঁচানব্বই হাজার এবং তিন লক্ষ পাঁচ হাজার টাকা দেন স্বাক্ষীদের উপস্থিতিতে। কিন্তু টাকা পাওয়ার পরে সালাউদ্দিন চলে যান ধরাছোঁয়ার বাইরে। আজ কাল বলে সময় ক্ষেপণ করতে থাকেন তিনি।
টাকা ফেরত দিতে গড়িমসি করতে থাকায় চলতি বছরের ২৫ মে করিম বাদি হয়ে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করেন। ১৩৬৭ স্মারকে মামলা নং ৩১৬/২৩। মামলা আদালতে উঠলে গোদাগাড়ী উপজেলা প্রশাসনকে মামলার তদন্তভার দেন আদালত। তদন্ত শেষে উপজেলা প্রশাসন গোদাগাড়ী একটি প্রতিবেদন দাখিল করেন। সে তদন্তে টাকা দেয়ার সত্যতা উঠে আসে।
প্রতারণার বিষয়ে সত্যতা জানতে ওসি সালাউদ্দিনের মুঠোফোন নম্বরে একাধিক নম্বর থেকে একাধিকবার চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চলবে…! [ বিস্তারিত কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন ]
Like this:
Like Loading...
Leave a Reply