প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ
শিশু একাডেমিতে ঈদ-ই-মিলাদুন্নবী’র দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শাহিনুর রহমান সোনা, রাজশাহী : রাজশাহী শিশু একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২৩ পালন উপলক্ষ্যে আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রসার অধ্যক্ষ ড. এইচ এম শহীদুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের ওপর বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। হামদ্-নাথ ও মহানবীর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় ৬ টি গ্রুপের মোট ১৮ জন শিশুর মাঝে এ পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর লক্ষীপুর চৌরঙ্গী জামে মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান ও বাংলাদেশ বেতার রাজশাহীর সংবাদ পাঠক আব্দুর রোকন মাছুম। এসময় রাজশাহী শিশু একাডেমির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা সহ শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime