প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাবলু সরকার
শফিকুল আলম ইমন, রাজশাহী : মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের পেছনে আশ্রয়ন প্রকল্পে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আশ্রয়ন প্রকল্পের ১৯টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগে চাল,ডাল, তেল, লবন, মাছ, মাংস, সবজি ও এক প্যাকেট মিষ্টি ছিল।
এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মজিবুর রহমান, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মোরসালিন হক রাবু, সাদ্দাম, সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime