ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগামীকাল ভোরে লন্ডনের উদ্দেশ্যে রোম ত্যাগ করবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরবেন। লন্ডনে দলীয় নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ নাগরিক সংবর্ধনায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাজ্য আওয়ামীলীগ
আয়োজিত এ নাগরিক সংবর্ধনায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলীয় নেতাকর্মীরা লন্ডনে জড়ো হচ্ছেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। আর তাই ইটালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার ভোরে লন্ডন যাচ্ছেন। আগামী দুই অক্টোবর লন্ডনে ওই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
ইতালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা আগামী নির্বাচনের আগে এটাই তার ইউরোপে সর্বশেষ সফর। লন্ডনের নাগরিক সংবর্ধনায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং দিকনির্দেশনা প্রদান করবেন বলে আমরা আশা করি। অত্যন্ত শক্তিশালী ইতালি আওয়ামীলীগের এই দুই নেতা মনে করেন, দেশের
চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রবাস থেকেও জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে উন্নয়ন কর্মকান্ড এবং আওয়ামীলীগ সরকারের ইতিবাচক ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ এই দলকেই আবার নির্বাচিত করবে।
ইংল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে এই দুই নেতার। আগামী চার অক্টোবর ইতালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রোমে ফিরে আসবেন বলে জানা গেছে।
You cannot copy content of this page