ডেস্ক রিপোর্ট: লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় যোগদান শেষে রোমে ফিরেই বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন ইতালি আওয়ামীলীগের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত
সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল। গেল দুই অক্টোবর লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংল্যান্ড আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনা দেয়। ওই নাগরিক সংবর্ধনায় ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগদান করেন।্প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের উপস্থাপক। এ সময় হল ভর্তি দর্শকরা বিপুল
করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানায়। এছাড়া সভাপতি ইদ্রিস ফরাজী বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার সাথে সাক্ষাৎ করেন। ওই ছবি এবং তাদের নাম বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।্আজ সন্ধ্যায় বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা একটি সফল সফর সম্পন্ন করে ফিরে আশায় রোমের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাদেরকে অভ্যর্থনা জানায়।
এ সময় সভাপতি হাজী ইদ্রিস ফরাজী দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যার যার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ নির্বাচন প্রচারণায় অংশ নিতে যেতে হবে। যারা যাবার সুযোগ পাবেন না, তারা অবশ্যই আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবকে উৎসাহিত করবেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে।সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ইতালির আওয়ামীলীগ গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিচ্ছে। রাজধানী রোম থেকে
আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব আমরা। তিনি দলে যাতে নব্য আওয়ামী লীগের এবং হাইব্রিড প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।পরে এক বিশাল মোটর শোভাযাত্রায় যারা বিমানবন্দর থেকে রাজধানী রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়
You cannot copy content of this page