ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ মজিবুর রহমান ওরফে মজি নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টায় শহরের নাবিল কাউন্টারের সামনের রাস্তায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।
গ্রেফতারকৃত মজিবুর রহমান ওরফে মজি বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাশিবাড়ি এলাকার রইজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়,রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস.আই মামুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের নাবিল কাউন্টারের সামনের রাস্তায় মজিবুর রহমান ওরফে মজি কে আটক করে। এসময় তাকে তল্লাসী করা হলে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
Leave a Reply