রাজশাহী প্রতিনিধি: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্পের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডের করোনা এবং জলবায়ু পরিবর্তনের ফলে পিছিয়ে পড়া ক্ষতিগ্রস্থ ১৮১০ জন জনগোষ্ঠীর মধ্যে ২৭৩ জনকে স্বাস্থ্যবিধি উপকরণ (সিলভার কলস, ডিটার্জেন্ট পাউডার, সাবান, টয়লেট ব্রাশ, হারপিক, সেন্ডেল) এবং ৩৫ জনকে নগদ ৩৩২৫ (প্রতিজন) টাকা করে বিতরণ করা হয়েছে।
৫ অক্টোবর (বৃহস্পতিবার ) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সংস্থাটির চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ও ফোকাল পার্সন আজিজুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী সচিব জনাব আল মাহমুদ রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী-পরিচালক আলম আলী, ইএসডিও’র ডিআরআর ইউনিটের হেড অব প্লানিার মো: মশিউর রহমান, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রজেক্টের কো-অর্ডিনেটর মারুফ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব তাসবীর আহমেদ খাঁন, প্রজেক্ট কো-অর্ডিনেটর, রেসকিউ প্রকল্প, মোঃ লিটন, প্রজেক্ট ম্যানেজার, ষ্ট্রীট ফুড প্রকল্প, ইএসডিও, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিসি, রাজশাহী সিটি কর্পোরেশনের নের্তৃবৃন্দ, টিভেট এক্রপার্ট, ওয়াশ এক্রপার্ট, রেসকিউ প্রকল্প, মুসলিম এইড ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিস ও ইএসডিও রেসকিউ প্রকল্পের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসারবৃন্দ।
রেসকিউ প্রকল্পটি ক্লাইমেট ব্রিজ ফান্ড হলো একটি ট্রাষ্ট ফান্ড যা জার্মানি সরকারের সহায়তায় ব্রাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রেসকিউ প্রকল্পের ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জি।
Like this:
Like Loading...
Leave a Reply