সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ডিগ্রি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
রবিবার (০৮ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০ ঘটিকার সময় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় সিনিয়র শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী, কলেজের উপাধ্যক্ষ আব্দুস সামাদ, কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক এবং ছাত্র/ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠিত ওরিয়েন্টশন ক্লাসে বক্তব্যে অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন মানবসম্পদে পরিনত হবে। তারাই দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে।
বক্তব্যে আরো বলেন, শিক্ষার্থীদের অর্জনকে ধরে রাখতে শৃঙ্খলার কোন বিকল্প নেই। নবাগত শিক্ষাথীদের তিনি কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান জানান।
উৎসবমুখর পদচারণার মধ্য দিয়ে নবগত শিক্ষার্থীরা ভূল্লী ডিগ্রী কলেজকে শ্রেষ্ঠ কলেজে পরিনত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply