সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নব গঠিত ভূল্লী থানায় গোলঘর এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ-উদ্বোধন ও গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠিত।
সোমবার (০৯ অক্টোবর ২০২৩) দুপুরে ভূল্লী থানা কমপ্লেক্সে গোলঘর এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ-উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে। সেবা নিতে আসা সাধারণ মানুষের কষ্ট দূর হবে।
গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠানে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, গ্রাম পুলিশ জনগনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এলাকার খবর নেওয়া থেকে শুরু করে আসামীদের সঠিক ঠিকানা পর্যন্ত তথ্য পৌছে দেয় থানা পুলিশের কাছে। এলাকায় মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত রাখতে তারা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তিনি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের খোঁজখবর নেওয়া, থানা এলাকায় চুরি ও ডাকাতি না হয় সে বিষয়ে সতর্ক ও পুলিশকে আগাম তথ্য জানানোর নির্দেশনা প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ও ভূল্লী থানায় কর্মরত অন্যান্য কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপার গ্রাম পুলিশদের মাঝে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ পুরষ্কার বিতরন করেন।
Leave a Reply