ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলায় প্রায় ৩০ হাজার তরুণ ও নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘উদীয়মান বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শনিবার বিকেলে (১৪ অক্টোবর) হরিপুর উপজেলার যাদুরাণী হাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ স্থল তরুণ ও নারীদের মিলনমেলায় পরিণত হয়।
সমাবেশের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
আওয়ামী লীগ নেতা মোস্তাক আলম টুলু বলেন, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ছড়িয়ে পরেছে ; জনগণ বর্তমান সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়নের বার্তাগুলো জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশে জনগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। সেই সাথে দ্বাদশ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে আমি দলের কাছে মনোনয়ন চাইব, সেই বার্তাও দেওয়া হয়েছে।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহাম্মেদ মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তসিকুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম রেজা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরাও। তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে সমাবেশ থেকে তরুণ ও নারীদের আহবান জানায় আওয়ামী লীগ নেতারা।
You cannot copy content of this page