ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-২ আসনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে চাইলে নৌকা মার্কার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যের তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাড়ী থেকে বের হবেন রাস্তাটা পাকা পাবেন। শতভাগ বিদ্যুৎ হয়েছে, লোড শেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহ হবে। বয়স্ক ভাতা, নারী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছু চলমান থাকবে। কিন্তু যদি আওয়ামী লীগকে ক্ষমতায় না আনতে পারেন,তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আগের মত অবস্থায় ফিরে যেতে সাধারণ মানুষকে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই, আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই।
উঠান বৈঠকে ধনতলা ইউপি চেয়ারম্যান সমর চ্যাটার্জী নুপুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিকান্ত সাহা প্রমুখ এতে বক্তব্য দেন।
উঠান বৈঠক শেষে এমপি দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ থেকে ধনতলা ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকা অনুদান বিতরণ করেন মাজহারুল ইসলাম সুজন।
Leave a Reply