ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী নির্বাচনের জন্য নৌকার পক্ষে লোকদের চাঙ্গা করে ঐক্যবদ্ধ রাখতে হবে বলে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
তিনি আরো বলেন,দেশে অনেক ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার বিপক্ষের শক্তিসহ বিএনপি কিন্তু এদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশে কোনদিনও বাস্তবায়িত হবে না যতোদিন আওয়ামী লীগের দেশপ্রমিক ভাই-বোনেরা রয়েছে। আওয়ামী লীগের কর্মীরা কোন ষড়যন্ত্রকে ভয় পায় না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে টিটো দত্ত বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কারণ দেশের উন্নয়ন তার হাত দিয়েই সম্ভব। জনগনকে বুঝাতে হবে শেখ হাসিনার উন্নয়ন বিষয়ে। সেই সাথে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দেয়ার কথা বলতে হবে।
এসময় স্থানীয় ইউনিয়র চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page