সুজন স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে এসিআই মটরসের সোনালিকা ট্রাক্টরের গ্র্যান্ড ডেলিভারি ফেস্টিভ্যাল উদযাপন করা হয়েছে।
শুক্রবার দুপুরে গ্র্যান্ড ডেলিভারি ফেস্টিভ্যাল উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ভূল্লী ডিগী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এসিআই মটরসের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন, এসিআই মটরসের পরিচালক (সেলস) আজম আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এসিআই মটরসের সিনিয়র জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, সোনালীকা ট্রাক্টরের ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলের ডিলার আহসানুল হক পাপ্পু, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও পীরগঞ্জ অঞ্চলের ডিলার ফয়জুল ইসলাম, দিনাজপুরের ডিলার আরশাদ আলী প্রমুখ।
এসময় এসিআই মটরসের বিভিন্ন পর্যায়ের কমকর্তা-কর্মচারী, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এই দিনে এসিআই মটরসের ১০০টি সোনালিকা ট্রাক্টর ক্রেতার কাছে বিক্রি করা হয় এবং আনুষ্ঠানিক ভাবে ক্রেতার কাছে ট্রাক্টরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক ক্রেতা ও ট্রাক্টর চালক ও তার সহযোগিদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
Leave a Reply