ঠাকুরগাঁও প্রতিনিধি \ দেশ ও জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা ও সরকারের উন্নয়ন নিয়ে এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন,সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে জঙ্গি,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মধ্যম আয়ের দেশে থেকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে চলছেন।
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু,সাধারণ সম্পাদক দীপক কুমারা রায় সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply