ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁও যুব মহিলা লীগ।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন দলটির নেতাকর্মীরা।
মানববন্ধনে ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না,সাধারণ সম্পাদক শেখ ফেরদৌসী তারা, প্রচার সম্পাদক নুসরাত আমান আশা,সদর উপজেলা সভাপতি রেনু মোস্তফা,সাধারণ সম্পাদক রিনা ইসলাম বক্তব্য দেন।
বক্তব্য শেষে শহরের চৌড়াস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন।
You cannot copy content of this page