ঠাকুরগাঁও পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা, সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। মিছিল শেষে কলেজ চত্বরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি নেওয়াজ আলী,কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম, ভোমরাদহ উইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস করছে। তারা দেশে জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা কলেজ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছি। নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি জামায়াতকে কলেজ থেকে প্রতিহত করেই ছাড়বো।
You cannot copy content of this page