ঠাকুরগাঁও প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কৃষক লীগের নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে নির্বাচনী প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে প্রয়াত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রমজান আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি মো. পবারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন, জেলা কৃষক লীগ নেতা আহসানুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সুমন ইসলাম তুর্য্য। এছাড়াও জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সভায় আগামী ১৫ নভেম্বর সকাল ১১টায় একযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়নে নির্বাচনী প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর প্রতিটি ইউনিট প্রধানকে বিষয়টি অবগত করা হয়।
You cannot copy content of this page