সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন শাখা ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজনে আনন্দ মিছিল হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭.৩০ টায় ভূল্লী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজনে মিছিলটিতে অংশগ্রহণ করেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুর এ আলম সিদ্দিকী মুক্তি, যুগ্ন সাধারন সম্পাদক সারোয়ার কাউছার মানিক, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদ মোমিন, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম শাওন চৌধুরী, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউল আলম জুয়েল, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন মোল্লা সোহেল, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী। আনন্দ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয় আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি সনের ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, যাচাই-বাছাই ১- ৪ ডিসেম্বর, আপিল গ্রহন ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচার- প্রচারণার শেষ তারিখ ২০২৪ সনের ৫ জানুয়ারী, ভোট গ্রহন ৭ জানুয়ারি।
Leave a Reply