আবু তারেক বাঁধন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার সন্ধ্যা সোয়া ৭ টায় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করে।
এর আগে সন্ধ্যা হতে উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেধে পৌর শহরের বটতলায় এসে জমায়েত হতে থাকে।এরপর রাত ৮ টায় সবাই একত্রিত হয়ে স্লোগানে স্লোগানে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
বটতলায় এসে জনসাধারণের মাঝে মিস্টি বিতরণ করে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাহজাহান আলী , সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ন সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান,রিচার্জ কবির, সাংগঠনিক সম্পাদ খোরশেদ আলম মোল্লা,মাহবুবুর জামান জেম,প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সবুর আলম প্রমুখ সহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply